‘আমার সংবর্ধনার প্রয়োজন নেই, আমি জনগণের সেবক’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার সংবর্ধনা আমার প্রয়োজন নেই, আমি জনগণের সেবক। আমি এই সংবর্ধনা বাংলার মানুষকে উৎসর্গ করলাম। জনগণের জন্য কাজ করতে এসেছি। জনগণ কতটুকু পেল সেটাই আমার কাছে বিবেচ্য বিষয়। এর বাইরে আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই।
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল পৌনে ৫টায় আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান ও শিক্ষা পায় সেটাই আমার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতায় আমার মায়েরও অবদান রয়েছে। আমার মা সংসারটাকে একা সামলিয়েছেন। তিনি তো দেশের কল্যাণ ছাড়া কিছু চান নি। কিন্তু তাকেও প্রাণ দিতে হয়েছে।
মাদক নির্মূল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মাদকের প্রভাব থেকে দেশকে মুক্ত করতে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। মেধাবী ছাত্র সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হবে।
বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অস্ট্রেলিয়া থেকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন এবং ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি পাওয়া, দেশের উন্নয়নে অনন্য ভূমিকার জন্যই প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দিচ্ছে তার দল আওয়ামী লীগ।