সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠণিক কার্যক্রম স্থগিত
সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির কার্যক্রম আগামী দুই মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কর্তৃক আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা সদর উপজেলা সকল সাংগঠণিক কার্যক্রম বিশেষ কারণ বশতঃ আগামী আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী দুই মাসের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে। সেজন্য, সদর উপজেলার সকল সাংগঠণিক কার্মকান্ড স্থগিত রেখে ঐক্যবদ্ধভাবে আগামী ২৮ জুলাইয়ের সম্মেলনের সার্বিক প্রস্তুতি গ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Please follow and like us: