মেসি কিছু দিতে না পারায় ষাঁড়ের নাম এমবাপে

ফ্রান্সের ফুটবলার এমবাপের জনপ্রিয়তা যে কতটা বেড়েছে তা বোঝা যায় আর্জেন্টিনার একটি ঘটনা থেকে ।

আর্জেন্টিনার বার্ষিক পশু প্রদর্শনীতে নিবন্ধিত প্রথম ষাঁড়টির নামকরণ করা হয়েছে এমবাপের সম্মানে ।
ষাঁড়টির যে খামারের তার ম্যানেজার জানালেন , আনেকেই তাকে জিঙ্গাস করেছিল মেসির নামে কেন এর নাম করণ করা হয়নি ?

মেসির নামে নাম করণ করা হয়নি কারণ এখন পর্যন্ত সে আমাদের কিছু দিতে পারেনি । মেসি অসাধারণ ফুটবলার এতে কন সন্দেহ নেই । কিন্তু এই বিশ^কাপের তারকা যদি কাউকে বলতে হয় সে এমবাপে।

৯২০ কেজি ওজনের ষাঁড়টির ক্ষমতা অসাধারণ । এক বছর বয়সী এই ষাঁড়টি অংশ নেবে আর্জেন্টিনার সেরা পশু প্রতিযোগিতায় ’লা-রুল ’ বুয়েনোস আইরিসের বার্ষিক কৃষি প্রদর্শনী উঠবে ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)