তালা মাগুরাই কলেজ ছাত্রীর রহস্য জনক আত্মহত্যা
তালা মাগুরাই গতকাল সকালে কলেজ ছাত্রী সোমা সুলতানা (১৯) গলাই রশি দিয়ে আত্ম হত্যা করেছে ।
সে তালা থানা মাগুরা ইউনিয়নের বলরাম পুর গ্রামের আতিয়ার গুলদারের মেয়ে । সোমা সুলতানা প্রিন্সিপাল আখতারুজ্জামান বিজ্ঞান, কৃষি, কারিগরি ও বাণিজ্য কলেজের ছাত্রী ।
ঘটনা সূত্রে জানাযায় , কিছু দিন আগে ভয় পেয়ে মানসিক মানসিক ভবে সোমা সুলতানা দুর্বল হয়ে পড়লে গতকাল সকালে সে রশি দিয়ে আত্মহত্যা করে ।
তালা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনা পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে । ও পরে থানায় একটি ইউ নি মামলা দায়ের করা হয় ।
Please follow and like us: