আশাশুনি প্রেসক্লাবে নাহিদ রানার সংবাদ সম্মেলন
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের হাফিজুল ইসলাম সানার ছেলে নাহিদ রানা তার পরিবারকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বিকালে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে নাহিদ রানা বলেন, তারা পুরনো আওয়ারমীলীগ পরিবার, তার পিতা ও দাদা আ’লীগ নেতা-কর্মী থাকার অপরাধে ১৯৭১ সালে তাদের দোকান ঘর লুটপাট করা হয়েছিল। তার দাদা আফতাব উদ্দিন সানা ১৯৭২ সালে বড়দল ইউনিয়ন সালিশী আদালতের চেয়ারম্যান ও চাচা আজিজুল ইসলাম সানা আ’লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলর ছিলেন। তাদের পুরো পরিবার আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে দায়িত্ব পালন করে আসছে। তাদের সুদীর্ঘ পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এরই অংশ হিসেবে ওই মহলটি তাদের পরিবারের কাউকে কাউকে বিএনপি ও ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতার মিথ্যা অভিযোগ এনে কালিমা লেপনের অপচেষ্টা চালাচ্ছে। তাদের পরিবার বিএনপি- জামাতের নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে স্বোচ্চার প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব পালন করে এসেছে। এজন্য তাদের পরিবার এলাকায় গৌরবময় পরিচিতি নিয়ে বেঁচে আছে। তিনি বলেন, “আমরা আওয়ামীলীগার হয়ে বেঁচে আছি এবং আজীবন আওয়ামীলীগের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাই যারা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত প্রপাগান্ডা চালিয়ে আমাদের বিরুদ্ধে কাজ করছে তাদরে ধিক্কার জানাচ্ছি। আমরা তাদের অপপ্রচারে মোটেই উদ্বিগ্ন নই, কেননা আমরা আওয়ামীলীগে আছি এবং আওয়ামীলীগার হয়ে জীবন শেষ করতে চাই।” এসময় তিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি স্বাক্ষরিত একটি প্রত্যায়ন পত্র সরবরাহ করেন।