আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভা অনুষ্ঠিত
স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ঘাটাইল থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আকরাম হোসাইন। বিকাশ মন্ডলের সঞ্চালনায় সভায় সংগঠনের উপদেষ্টা ঠিকাদার নজরুল ইসলাম, আঃ গফুর সানা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক গোপাল মন্ডল, সত্যজিৎ মন্ডল, মঞ্জুরুল ইসলাম, অবিনাশ বৈদ্য, বাবুল আক্তার, অনিতা রানী, মিনতি রানী, সদর ইউনিয়ন সভাপতি সমীরণ, সেক্রেটারি পলাশ কুমার গাইনসহ সকল ইউনিয়ন সভাপতি ও সেক্রটারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস পালন এবং সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।