আগড়দাড়ি ইউনিয়নে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগড়দাড়ি ইউনিয়নে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এক প্রতিনিধি সভা ২০ জুলাই-২০১৮ বিকাল ৫টায় কদমতলা বাজারে সংগঠনের ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের ইউনিয়ন আহবায়ক মোঃ জিয়াউর রহমান জিল্লুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, জেলা কুটির শিল্প সম্পাদক মোঃ মোছাক সরদার, সদর উপজেলা আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব সেলিম হোসেন। অন্যান্যদের বক্তব্য রাখেন ইলিয়াস হোসেন, কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম, এরশাদ আলী, আবু জাফর, সোহেল বিশ্বাস,আব্দুল গফুর,খায়রুল ইসলাম, আবুল কালাম প্রমুখ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আগড়দাড়ি ইউনিয়ন সদস্য সচিব মোঃ হেলাল উদ্দীন।
প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জিয়াউর রহমান জিল্লুকে সভাপতি মোঃ ইলিয়াস হোসেন কে সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দীন কে সাধারণ সম্পাদক এরশাদ আলী কে যুগ্নসাধারণ সম্পাদক ও মোঃ রফিকুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ১০ নং আগড়দাড়ি ইউনিয়ন এর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।