অন্যের সাথে পালিয়েছে মা: ’আম্মু কোথায়, আম্মু যাব’ বলে কাঁদছে শিশু!
তিন বছর বয়সী মেয়েকে রেখে, স্বামীর গচ্ছিত নগদ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বার্ইালংকার নিয়ে শাহানাজ আক্তার রুমি(২৫) এক স্কুল ছাত্রের হাত ধরে পালিয়ে গেছেন এক গৃহবধূ। বর্তমানে তিন বছরের মেয়ে মিফতাহুল জান্নাহকে নিয়ে চরম বিপাকে আছে গৃহবধূর স্বামী ফরহাদ হোসেন রিগানের।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের শাহবাজ খাঁর মেয়ে শাহানাজ আক্তার রুমির বিবাহ হয় নোয়াখালির বেগমগঞ্জ থানার লাউতুলি মাষ্টার পাড়া গ্রামের মৃত ওয়ালিউল্লাহর ছেলে ফরহাদ হোসেন রিগানের সাথে। ঘটনার আগে তারা যশোরের কোতোয়ালী থানার ঘোপ জেল রোড বসাবাস করতেন।
তবে এর মধ্যে মোবাইলের মাধ্যমে বাবার বাড়ির এলাকার সিরাজুল সরদারের ছেলে আব্দুল্লাহ হরফে বাবুর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রুমি। এরপর ৮ই জুলাই এ বছর এসএসসি পরীক্ষা দেওযা ছাত্র বাবুর সাথে পালিয়ে আসে রুমি।
রুমির স্বামী ফরহাদ হোসেন বলেন, আমাদের ৬ বছরের সংসার জীবন অত্যন্ত সুখের ছিল। আমার একমাত্র মেয়ে মিফতাহুল জান্নাহকে তার গর্ভধারীনি মা এভাবে রেখে অণ্যের হাত ধরে চলে যেতে পারে এটা কোনদিন ভাবিনি। দিনে রাতে বার বার মেয়েটি ‘আম্মু কোথায়, আম্মু যাব বলে কাঁদছে। মেয়ের মুখের দিকে তাকালে বুঝা যায় মা হারানোর যন্ত্রনা!