সাবেক জেলা ছাত্রলীগের সভাপতির শর্য্যা পাশে ঢাকা ইউনাইটেড হাসপাতালে এমপি রবি
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগ নেতা কাজী আকতার হোসেনকে দেখতে ঢাকা ইউনাইটেড হাসপাতালে গেলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বুধবার বিকালে দেখতে যান। এসময় তিনি ইউনাইটেড হাসপাতালে তার পাশে কিছু সময় কাটান, চিকিৎসকদের কাছে শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
এ সময় সাংসদের সাথে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম ও হাসপালেরর চিকিৎসকরা। উল্লেখ্য, পবিত্র মাহে রমজানের শেষের দিকে অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে কাজী আকতার হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে তার অবস্থার অবনতি হলে খুলনা ফটিকস্ হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার পর কিছুদিন বাড়িতে থাকার গত রবিবার ঢাকা ইউনাইটেড হাসপালে সফল বাইপাস সার্জারী করা হয়েছে। কাজী আকতার হোসেন যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসেন সেজন্য দোয়া কামনা করেছেন।