ব্রাজিল গোলকিপারকে কিনতে ৩ ক্লাবের কাড়াকাড়ি
সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে গোলবারের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করায় ব্রাজিলীয়ান গোলরক্ষক এলিসন বেকারকে নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্ব ফুটবলে।
মঙ্গলবার (১৮ জুলাই) গোল.কমের এক প্রতিবেদনে উঠে এসেছে, তাকে কিনতে মরিয়া ফুটবল বিশ্বের ভিন্ন দুই জনপ্রিয় ক্লাব চেলসি ও রিয়াল মাদ্রিদ। ক্লাব দুটি যে কোন মূল্যে এলিসনকে চায়। এজন্য তার এজেন্ডের সঙ্গেও কথা বলার চেষ্টা করছে।
তবে সর্বশেষ আপডেট হচ্ছে, ইতোমধ্যে ৬২ মিলিয়নের বিনিময়ে এলিসনকে কিনতে রোমার সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে লিভারপুল। ক্লাবটি তাদের বর্তমান গোলকিপার লরিসের পরিবর্তে ব্রাজিল গোলকিপারকে চায়। এমনকি প্রয়োজনে বড় ধরনের ট্রান্সফার ফির বিনিময়ে হয়েও তাকে কিনতে প্রস্তুত ক্লাবটি।
এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গিয়ে পড়ে! তবে অনেক কাঠ কয়লা পুড়িয়ে শেষ পর্যন্ত যে কোন একটি ক্লাবে হবে এলিসন তা সুনিশ্চিত।