দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়
দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে থানার নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী প্রেসক্লাব নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সহ-সভাপতি রশিদুল ইসলাম রশিদ, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু হুরাইরা, রিয়াজুল ইসলাম, মীর খায়রুল আলম, সদস্য এসএম নাসির উদ্দীন, আব্দুর রব লিটু, কবির হোসেন, আজিজুল হক আরিফ, এমএ মামুন, নাছিরুজ্জামান, ফরহাদ হোসেন সবুজ প্রমুখ। এ সময় নবাগত ওসি সৈয়দ মান্নান আলী বলেন, দেবহাটা থেকে মাদক, জঙ্গী, সন্ত্রাস, নারী নির্যাতন সহ সকল প্রকার অপরাধ নির্মূল করতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমার দরজা সর্ব সাধারণের জন্য সব সময় খোলা থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামানা করেন।