দেবহাটায় সাংবাদিকদের সাথে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে মতবিনিময় করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান। মতবিনিময় কালে তিনি সারাদেশসহ দেবহাটার মাছের উৎপাদন বৃদ্ধির কথা তুলে ধরেন। দেবহাটায় বিগত বছরের ১.০৭ হেক্টর প্রদর্শনীয় খামার স্থাপন, ১.১২ মেঃ টন পোনা অবমুক্ত করণ, ২০১টি খামার পরিদর্শন, ১৫৮জনকে প্রশিক্ষণ প্রদান, ৯২কেজি পুশকৃত চিংড়ি বিনষ্ট, ২৩হাজার টাকা জরিমানা, ২৫টি আইন বাস্তবায়নসহ বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। মৎস্য অফিসার আরো বলেন, দেবহাটায় মাছে ভাইরাস পরীক্ষা মেশিন ক্রয় কার হয়েছে। যার মাধ্যমে চাষিরা সহজে চাষকৃত মাছের ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, ওসি সৈয়দ মান্নাল আলী, দেবহাটা ওপ্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু হুরাইরা, মীর খায়রুল আলম, সদস্য এসএম নাসির উদ্দীন, আব্দুর রব লিটু, কবির হোসেন, আজিজুল হক আরিফ, এমএ মামুন, নাছিরুজ্জামান, ফরহাদ হোসেন সবুজ প্রমুখ।