খুলনার এসপিসহ ৩ কর্মকর্তার বদলি
খুলনার পুলিশ সুপারসহ (এসপি) বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া ৩ পুলিশ কর্মকর্তা হলেন- খুলনা জেলার পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরা, ঢাকার অধিনায়ক মো. ফরিদুল ইসলাম ও খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এস. এম. শফিউল্লাহ।
এর মধ্যে খুলনা জেলার পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যাকে ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরা, ঢাকার অধিনায়ক, ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরা, ঢাকার অধিনায়ক মো. ফরিদুল ইসলামকে নৌ-পুলিশের ঢাকার পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস. এম. শফিউল্লাহকে খুলনা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।