কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা বন বিভাগের সার্বিক সহযোগীতায় কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের স্বরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম। স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা আওছাফুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলী, দৃষ্টিপাত প্রতিনিধি এসএম, আহম্মদ উল্যাহ বাচ্চু, কাফেলা প্রতিনিধি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, স্কুলের সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে বলে জানাগেছে।