কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
‘‘স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের উদ্যোগে ১৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ১০১৮ উদ্বোধন হতে যাচ্ছে। এ লক্ষ্যে ১৮ জুলাই (বুধবার) বেলা ১২টায় উপজেলা মৎস্য দপ্তরে কালিগঞ্জ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম। তিনি বলেন প্রাকৃতিক উৎসের মাছ বাংলাদেশ বিশ্বের তৃতীয়। চীন ও ভারতের পরেই বাংদেশের অবস্থান। চাষের মাছে বাংলাদেশ বিশ্বের ৫ম। প্রাকৃতিক ও চাষের মাছে মিলিয়ে বাংলাদেশ ৪র্থ স্থানে রয়েছে। তিনি আরো বলেন বাংলাদেশে প্রাণীজ আমিষের ৬০% আসে মাছ থেকে। এছাড়া বাংলাদেশে ইলিশের অভয়ারণ্য আছে, জাটকা ধরা নিষিদ্ধ, চিংড়ীতে পুশ ও ভিজানো বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের ইলিশ অত্যন্ত সুস্বাদু দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। ভারত চীনে ইলিশের উৎপাদন কমে গেলেও বাংলাদেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কালিগঞ্জ উপজেলায় পুষ বিরোধী আছে এবং তা অব্যাহত থাকবে। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন, ১৮ থেকে ২৪ জুলাই সাপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ১০১৮ উদযাপিত হবে। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বা লের কালিগঞ্জ প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চু, দৈনিক অনির্বানের শেখ আনোয়ার হোসেন, দৈনিক পত্রদূতের নিয়াজ কওছার তুহিন, দৈনিক ভোরের পাতার এম হাফিজুর রহামান শিমুল, দৈনিক যুগের বার্তার মনিরুজ্জামান মহসিন, দৈনিক দৃষ্টিপাতের প্রতিনিধি এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু ও শেখ আবু হাবিব, দৈনিক দেশ সংযোগের কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, দৈনিক কাফেলার শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, দৈনিক যশোরের আব্দুল করিম মামুন হাসান, দৈনিক দক্ষিণের মশালের গাজী মিজানুর রহমান, দৈনিক কালের চিত্রের এসএম গোলাম ফারুক, দৈনিক সুপ্রভাতের শাওন আহম্মেদ সোহাগ, দৈনিক সময় আতিকুর রহমান ও অসীত কুমার প্রমুখ।