আশাশুনি থানাকে দালালমুক্ত করার ঘোষণা
আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ আশাশুনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে ওসি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আশাশুনি থানা দালালমুক্ত থানা ঘোষণা করলাম। আশাশুনিতে কোন নাশকতা ও সন্ত্রাস হতে দেওয়া হবেনা। আশাশুনিকে থানাকে মাদকমুক্ত করতে চাই। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। কোন মানুষকে অযথা হয়রানী করা হবেনা। তিনি বলেন ওসি একটি প্রতিষ্ঠান। সরকারের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে সরকারি দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য। সন্ত্রাস,নাশকতা, মাদকমুক্ত, দালালমুক্ত অভিযানের পাশাপাশি অপরাধমুক্ত মডেল থানা গড়ার কার্যক্রমে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকদের সহযোগিতা থাকলে আশাশুনিকে মডেল থানা রূপে গড়ে তোলার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। সভায় প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক জি এম আল ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, বাহবুল হাসনাইন, এস কে হাসান, হাবিবুল্লাহ বিলালী, গোপাল কুমার মন্ডল, আকাশ হোসেন ও সাংবাদিক জ্বলেমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।