আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন একটি বৃক্ষ রোপণ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সারা দেশে সরকার ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় আশাশুনি উপজেলার ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬৫২টি এবং ৯৫টি হাইস্কুল, কলেজ ও মাদ্রাসায় ২ হাজার ৯০টি এবং উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ২’শ ৫৮টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বুধবার একযোগে রোপণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, ফরেস্টর আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।