৭মাস ধরে কিশোরীকে দল বেঁধে ধর্ষণ, অত:পর…
ভারতের চেন্নাইয়ে ১১ বছরের এক কিশোরীকে আটকে রেখে টানা ৭ মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি বহুতল আবাসন চত্বরে ঘটনাটি ঘটে।
সপ্তম শ্রেণির ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, ওই ছাত্রী তার বোনকে সম্প্রতি বলেছিল, তাকে মাদক মিশ্রিত নরম পানীয় পান করিয়ে আচ্ছন্ন করে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছে ওই আবাসনের লিফ্টম্যান, জল সরবরাহকারী, পাম্প অপারেটর, নিরাপত্তারক্ষীসহ অনেকে। এরপরই ওই ছাত্রীর বোন তার বাবা, মাকে ঘটনাটি জানায়।
এ ঘটনায় রোববার (১৫ জুলাই) পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে ১৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই আবাসনের অন্যান্য বাসিন্দা এবং ওই কিশোরীকে। ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Please follow and like us: