শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত
‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এডিপির ভারপ্রাপ্ত ম্যানেজার ইম্মানুয়েল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি: এর প্রশাসন ও হাসপাতাল ইনচার্জ মো: আনোয়ারুল হুসাইন, রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মোঃ তাজবির আলম, এজি চার্চ মি: রবিন মণ্ডল। শুভেচ্ছা সিবিও এর সভাপতি লিলি জেসমিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অর্থনৈতিক প্রকল্প ব্যবস্থাপক পৌল প্রেমসম , ইসরাফি ইসলাম, তিতাস বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি রেহেনা বেগম, শুভ মহিলা সমবায় সমিতি লি: এর সভাপতি শামিমা পারভিন ডেইজি, শিশু ফোরামের সভাপতি মুক্তি রানী দাস সহ ৮টি সমবায় সমিতির সদস্য/সদস্যা ও শিশু সদস্য/ সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিশু বান্ধব সরকার। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে শিশুশ্রম বন্ধের জন্য বিভিন্ন আইন। তার পরেও থেমে নেই শিশুশ্রম। শিশু শ্রম বন্ধ করতে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এজন্য শিশুদের প্রতি আমাদের সদ্যবহার করে তাদের প্রতিটি ভাল কাজের জন্য উৎসাহ প্রদান করতে হবে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি বাইরে খেলাধুলার সুযোগ করে দিতে হবে। তাদের হাতে মোবাইল, কম্পিউটার দিয়ে ঘরের মধ্যে আটকিয়ে রাখলে তাদের মননশীলতা বিকশিত হবে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। নারীদের জন্য সরকার বিভিন্ন ভাতা ও ছুটির ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সাতক্ষীরার মানুষ মেডিকেল কলেজ, পেয়েছে বাইপাস সড়ক। সরকারের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।