কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দি-হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে পিস প্রেসার গ্রুপ (পিপিজি) খুলনা অঞ্চলের আয়োজনে ও কালিগঞ্জ উপজেলা পিপিজির সহযোগিতায় ১৭ জুলাই কালিগঞ্জ প্রেসক্লাবের হল রুমে সামাজিক সম্প্রীতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও পিপিজি কালিগঞ্জ শাখার কো-অডিনেটর সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমন্বয়কারী পলাশ মন্ডল। কর্মশালায় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পাটি, জাসদ সহ স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইলা দেবী মল্লিক, এম হাফিজুর রহমান শিমুল, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা এস এম মোমতাজ হোসেন মন্টু, ডাঃ শফিকুল ইসলাম বাবু, তৌহিদুল ইসলাম, ডাঃ মিলন কুমার ঘোষ, শেখ মোদাচ্ছের হোসেন, শেখ আব্দুল করিম মামুন হাসান, শেখ আবু হাবিব, মনোয়ারা, সিরাজুল ইসলাম, মনি মালা গাইন, মহিবুল্লাহ প্রমুখ। বক্তারা সকল রাজনৈতিক দলের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রেখা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।