কালিগঞ্জের রামনগর খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জে দীর্ঘদিনের খেলার মাঠে বালিকা বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, ক্রীড়ামোদী সহ শত শত জনতার অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর ঐতিহ্যবাহী খেলার মাঠটি বেদখলের চক্রান্তের প্রতিবাদে মঙ্গলবার (১৭ জুলাই) বিকাল ৪ টায় মাঠের পাশে রাস্তায় দাড়িয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর ইউপির ৩ নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও মাঠ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম সরদার। বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক ঢালী সাইফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ শেখ মনোয়ার হোসেন মনু, ব্যবসায়ী আলহাজ মতিয়ার রহমান মোড়ল, মৎস্য ঘের ব্যবসায়ী মোঃ শওকাত আলী ঢালী, অবসর প্রাপ্ত বিজিবি সদস্য মোঃ আব্দুল হাই, সিদ্দিকুল ইসলাম, ফারুক হোসেন, ফুটবল খেলোয়ার মাহমুদুল হাসান প্রমুখ। বক্তারা বলেন রামনগর বন্দকাটি শংকারপুর কালিকাপুর ও কোমরপুর ৫ টি গ্রামের ক্রীড়ামোদী ছেলে মেয়েরা মাঠটিতে ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলা সহ বিভিন্ন খেলায় জমজমাট হয়ে থাকে।একটা খেলার মাঠই পারে একটা নেশাগ্রস্ত যুবসমাজকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে। আর এই রকম কিছু ভেবেই তখনকার সময়ের কিছু মুরুব্বি রামনগরের প্রাণকেন্দ্রে একটা মাঠ তৈরি করেন। বিভিন্ন ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে। বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ভাবে মাঠটাকে ক্ষতি করার চেষ্টাও করলেও তারা ব্যর্থ হয়। পৃথক চার গ্রামের ছেলেদের পাশাপাশি রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রামনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ। মাঠ রক্ষায় গ্রামের যুবসমাজ তথাকথিত চক্রান্তকারীদের বারবার রুখে দিয়েছে। স্কুলের ভবন নির্মাণের জন্য মাঠটি আজ ধ্বংসের মুখে। এলাকাবাসী বিশেষ করে যুবসমাজ চায় মাঠটা রক্ষা করতে, সাথে সাথে স্কুল ভবনটিও গুরুত্বপূর্ণ। তাই সমাজের বিশিষ্ট জনরা মাঠটি বাঁচাতে এগিয়ে এসেছে। যেকোনো মূল্যে তারা মাঠ টাকে বাঁচাতে চায়। উল্লেখ্য প্রায় ২ কোটি ৬ লক্ষ্য টাকা ব্যয়ে রামপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাইক্লোন সেন্টার কাম স্কুল ভবন মাঠের পশ্চিম পাশের কিছু অংশ ভবনের মধ্যে পড়ায় মাঠ টি রক্ষার দাবিতে এলাকার সর্ব স্তরের সচেতন মহল এই মানববন্ধন কমিটি পালন করে। ফুটবল মাঠটি রক্ষার দাবিতে পরবর্তীতে আরো কর্মসূচি গ্রহণ করা হবে।