কলারোয়ায় আহছানিয়া মিশনের উদ্যোগে ওয়াশ ফান্ড গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কলারোয়ায় ঢাকা আহছানিয়া মিশন ও আমাদের কলারোয়া প্রকল্প’র উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ওয়াশ ফান্ড গঠন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পৌরসভা অডিটোরিয়ামে শিক্ষা অফিস কর্মকর্তা, এসএমসি সভাপতি/সদস্য ও প্রধান শিক্ষকদের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপত্বি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য গার্লস পাইলট হাইস্কুলের সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, পৌর প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন আর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক রুহুল আমিন, এসএমসি সভাপতি আমিনুর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জুলফিকার আলী, এসএমসি সদস্য আব্দুল মোমেন, মোহাম্মদ আলি, সংস্থার টিও এইচএম মনিরুজ্জামান, এসডিও পারভীন সুলতানা, এফও মোছা. শাহিদা খাতুন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন।