অপরাধ দমনে কলারোয়ার শান্তিপ্রিয় মানুষের সহযোগিতা চাই: নবাগত ওসি
কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ বলেছেন, মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্সে থাকবে থানা পুলিশ। আইনশৃংখলা স্বাভাবিক রাখতে জনবান্ধব পুলিশ জনকল্যানে নিবেদিত থাকবে। যতদিন কলারোয়া থেকে মাদক নির্মূল না হবে, ততদিন পর্যন্ত মাদক বিরোধী যুদ্ধাভিযান চলবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন নবাগত ওসি।
থানায় যোগদানের একদিনের মাথায় মাদকসহ অপরাধ দমনে পুলিশের বিশেষ মহড়া আয়োজনের আগে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথাগুলো বলেন।
মঙ্গলবার সকালে নবাগত অফিসার ইনচার্জ মারুফ আহম্মদের নেতৃত্বে ওই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
থানা থেকে মোটরসাইকেল যোগে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম, সেকেন্ড অফিসার বিপ্লব রায়, এসআই ঈসমাইল হোসেন, শরিফুল ইসলাম, সোলায়মান আক্কাসসহ পুলিশ অফিসার ও সদস্যরা ওই মহড়ায় অংশ নেন। পৌর সদরসহ উপজেলার বোয়ালিয়া, সোনাবাড়িয়া, কেরালকাতা, কাজিরহাটসহ বিভিন্ন এলাকায় এ মোটরসাইকেল মহড়া প্রদর্শিত হয়।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’- এ স্লোগানকে ধারণ করে ওসি মারুফ আহম্মদ কলারোয়া থানা এলাকায় মাদকসহ যেকোন অপরাধ দমনে এ অভিযানের সূচনা করেন।