সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সমন্বয় সভা
প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-এসএমসি সমন্বয় ও সক্রিয়করণ, মানসম্মত পাঠদান, প্রতিটি বিদ্যালয়ে সক্রিয় মা দল গঠন ও পরিচালনার আহ্বান ।সাতক্ষীরা, ১৬ জুলাই ২০১৮ সোমবার: প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত ও সময়মত উপস্থিতি, শিক্ষক-এসএমসি সমন্বয়, আনন্দঘন পরিবেশে পূর্ণসময় শিক্ষার্থীদের পাঠদান, ঝরে পড়া ও পুনরাবৃত্তি রোধ, প্রয়োজনীয় বে , বিশুদ্ধ খাবার পানি ও পৃথক টয়লেট সুবিধা নিশ্চিতকরণ, মা ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা, এসএমসি’র সক্রিয় ভূমিকা এবং বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা’র আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সদর উপজেলার পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতিদের সভায় তাঁরা এ আহ্বান জানান।
সদর উপজেলা হলরুমে এসএমসি সভাপতি ও প্রধান শিক্ষকদের অংশ গ্রহণে সমন্বয় সভার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর তহমিনা খাতুন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সভায় সভাপতিত্ব করেন সনাক সহ-সভাপতি মো. তৈয়েব হাসান। সমন্বয় সভায় স্বাগত বক্তব্যে লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন প্রফেসর আব্দুল হামিদ। বক্তব্য প্রদান করেন ড. দিলারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ। সভায় “প্রাথমিক শিক্ষায় টিআইবি ও সনাক কার্যক্রম এবং বদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে সনাক সাতক্ষীরার কার্যক্রম ও কিছু অর্জন” এবং “মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এসএমসি ও শিক্ষকদের করণীয়” মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন যথাক্রমে টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ আহাদ এবং সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন শেষে সুশাসন র্চ্চায় বিদ্যালয় ভিত্তিক একটি পরিকল্পনা গ্রহণ করা হয়।
মুক্ত আলোচনায় বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করাসহ শিক্ষার সার্বিক মানোন্নয়নে এসএমসি এবং শিক্ষকগণ শিক্ষা অফিসের ব্যর্থতা, শিক্ষকের ব্যর্থতা, এসএমসির করণীয় এবং এসএমসি, শিক্ষক ও শিক্ষা অফিস ব্যর্থতা নিরসনে কি কি ভূমিকা রাখতে এ বিষয়ে মতামত প্রদান করেন পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি খলিলুর রহমান খান, বাজুয়ার ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গনি আসাদ, সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, শিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন, জি. এন. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ, রাজার আগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. রুহুল আমিন, কাটিয়া সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি সন্যান্সী দাস প্রমুখ। এ সময় পৌর এলাকায় অবস্থিত ৩৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতি ও প্রধান শিক্ষকসহ সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, সন্দীপ কুমার রায়, বাসুদেব কুমার সানা উপস্থিত ছিলেন।