শ্যামনগরে সরকারি গাছ কেটে খাসখাল দখল করে ঘর নির্মাণের প্রস্তুতি
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী পূর্ব দুর্গবাটি গ্রামে প্রকাশ্যে সরকারি গাছ কেটে খাসখাল দখল করে ঘর নির্মাণের প্রস্তুতি নিয়েছেন পূর্ব দুর্গবাটি গ্রামের মিরণ মিস্ত্রীর নেতৃত্বে একই গ্রামের বিকাশ, শচীন, ঠাকুর চাঁদসহ অনেকে। সরাজমিনে জানা যায়, স্থানীয় সচেতন মহলের মধ্যে রবীন্দ্র, রমা কান্ত, দিপক, প্রসাদ তাদেরকে সরকারি গাছ কাটতে নিষেধ করলে বিভিন্ন হুমকিধামকি দিতে থাকে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি কাজ বন্ধ করতে বলেন। কিন্তু নিষেধ অমান্য করে দখল কাজ চালিয়ে যাচ্ছে তারা। কিছু দিন আগে মিরণ মিস্ত্রীর বিরুদ্ধে ৫০হাজার টাকা মূল্যের একটি সরকারি গাছ কেটে আত্মসাতের অভিযোগ করেন গ্রামবাসী। এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে জানালে বলেন, আমরা যেয়ে কাজ বন্ধ করে দিয়েছি। কিন্তু পরে আমাদেরকে না জানিয়ে আবার কাজ চালিয়ে যাচ্ছে। শ্যামনগর সহকারী ভূমি কমিশনার সুজন সরকার বলেন, সরকারি জমি দখল ও গাছ কাটা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।