পাটকেলঘাটায় নাশকতা মাদক ওয়ন্টেভূক্ত আসামী গ্রেফতার
পাটকেলঘাটায় নাশকতা, মাদক ও গ্রেফতারী পরোয়ানা জারিকৃত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার দিনভর অভিযান চালিয়ে মামলা-৫(৭)১৮ এর মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় সরুলিয়া গ্রামের আইয়ুব আলী মোড়লের ছেলে আমিনুর মোড়ল(২৪), মামলা নং-২(৭)১৮ এর নাশকতা মামলায় নোয়াকাটি গ্রামের মৃত মহিউদ্দীন মোড়লের ছেলে ইদ্রিস আলী মোড়ল(৪৫)কে ও সি আর এফ সি-৫৬৭/১৮ এর ৬ মাসের সাজাভূক্ত আসামী কুমিরা গ্রামের মৃত কাওসার মোড়লের ছেলে আক্তারুল ইসলাম কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
Please follow and like us: