তালায় নাশকতা মামলায় এজাহার নামীয় আসামী মাহাবুব গ্রেফতার
১০ম জাতীয় সংসদ নির্বাচনী সহিংসতা ও নাশকতা ঘটানোর অপরাধের মামলায় এজাহার নামীয় মাহাবুব শেখ নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।
সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপ তালার বিষুকাটি গ্রামের নিজামউদ্দীন শেখের ছেলে মাহাবুব শেখ (২২) ১০ম জাতীয় নির্বাচনের সময় নাশকতা ত্রাস সৃষ্টির অপরাধে মামলা হয়। উক্ত মামলার ৫২/১৪ এর ওয়ারেন্টভূক্ত আসামী থাকায় তাকে তালা থানা পুলিশ গ্রেফতার করে। এছাড়া তার নামে এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটানোর অভিযোগ রয়েছে।
Please follow and like us: