গোল্ডেন বুট থেকে গোল্ডেন বল, দেখে নিন বিশ্বকাপে সেরাদের তালিকা
বিশ্বকাপের সেরা খেলোয়াড় কারা হলেন? ফেয়ার প্লে পুরস্কারই বা পেল কোন দল? নজর রাখা যাক রাশিয়া বিশ্বকাপের সেরাদের দিকে।
ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতল ফ্রান্স। এই নিয়ে দ্বিতীয় বার। প্রথম বার ফরাসিরা বিশ্বকাপ জিতেছিলেন ১৯৯৮ সালে।
রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ হল ক্রোয়েশিয়া। ফাইনালে হারলেও শুরু থেকেই ক্রোটদের দুরন্ত ফুটবল মুগ্ধ করেছে দর্শকদের।
বিশ্বকাপের সেরা ফুটবলার হয়ে ‘গোল্ডেন বল’ পেলেন ক্রোয়েশিয়ার লুকা মদরিচ। প্রতিটি ম্যাচেই দলের ভরকেন্দ্র ছিলেন ক্রোয়েশিয়া অধিনায়কই।
সবথেকে বেশি গোল করে ‘গোল্ডেন বুট’ পেলেন হ্যারি কেন। সাতটি ম্যাচে ছটি গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক।
সেরা উদীয়মান ফুটবলার হলেন ফ্রান্সের এমবাপে। মাত্র উনিশ বছর বয়সেই বিশ্বকাপ ফাইনালে গোল করে ছুঁলেন পেলেকে।
কোয়ার্টার ফাইনালে উঠতে না পারলেও পরিচ্ছন্ন ফুটবল খেলার জন্য ‘ফেয়ার প্লে’ পুরস্কার পেল স্পেন দল।
গোলপোস্টের নিচে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার পেলেন বেলজিয়ামের থিবো কুঁর্তোয়া। এই বিশ্বকাপের সেরা গোলরক্ষক তিনিই।