ক্যাটরিনা বয়স নাকি মাত্র ২১!
বয়স কমছে ক্যাটরিনা কাইফের। নিজেই এমন জানালেন নায়িকা। এমনও আবার হয় নাকি?
সোমবার ৩৫-এ পড়লেন ক্যাটরিনা কাইফ। নিজেই নিজের একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা লেখেন ‘আজ আমার ২১ তম জন্মদিন।’
- ভাবছেন তো আপনার পাশের বাড়ির বউদির মতোই নিজের বয়স কমাচ্ছেন ক্যাট। কিন্তু ক্যাট নিখাদ মজার ছলেই ‘২১ বছর’-এর জন্মদিন পালন করছেন। কারণ ছবিটির ক্যাপশনে তিনি আরও লিখেছেন, ‘‘আচ্ছা বেশ! আরও কয়েকটা বছর যুক্ত রয়েছে।’’ রসিকতার মেজাজে করা তাঁর এই পোস্ট দেখে মজা পেয়েছেন ভক্তরা।
ক্যাটরিনার জন্মদিনের এই ছবিটি তুলে দিয়েছেন তাঁর মা।
প্রসঙ্গত, ৩৫ বছরের জন্মদিন পালনকে বলিউডের ঝলকানি থেকে দূরে রেখেছেন ক্যাটরিনা। এবারের জন্মদিনে কোনও সেলেব্রিটি নেই, কোনও পার্টি নেই। এমনকী, নায়িকা এখন মুম্বইতেও নেই। সবকিছু থেকে দূরে সরে তিনি এই মুহূর্তে মা, বোন ও পরিবারের সঙ্গে ইংল্যান্ডে একান্ত সময় কাটাচ্ছেন।
Please follow and like us: