কলারোয়ায় সন্ত্রাসী বাহিনীর দখলে আনোয়ারের মাছের ঘের
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলাটুপি গ্রামে আনোয়ার হোসেনের লিজের জমি জোর পূর্বক দখল করে নেওয়ার অভিযোগ।প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছে ঘেরের মালিক আনোয়ার হোসেন।
থানায় লিখিত অভিযোগ সুত্রে জানাযায়, কলাটুপি মৌজার ৮৫ দাগে সাড়ে সাত বিঘা জমি দেড় লক্ষ টাকা দিয়ে কলাটুপি গ্রামের মৃত মাদার মোড়লের ছেলে মোমিন মোড়ল ও তার দুই ছেলে ফিরোজ আহম্মেদ ও ফুয়াদ আহম্মেদের নিকট থেকে লিজ নেন শিবানন্দকাটি গ্রামের মৃত মনতাজ আলী গাজীর ছেলে আনোয়ার হেসেন।
লিখিত স্ট্যাম্পে দেখা যায়, জমির মালিক ৮টি দাগে মোট সাড়ে ৭ বিঘা জমির বাৎসরিক ইজারা ফিস দের লক্ষ টাকা করে এক কালীন সাত বছরের ইজারা বাবদ ১০ লক্ষ ৫০ হাজার টাকা অগ্রীম নিয়েছেন আনোয়ারের নিকট থেকে। তেশরা জুন ২০১২ সাল থেকে আনোয়ার হোসেন ইজারা নিয়ে ঘেরে মাছ চাষ করে আসছেন। কিন্তু গত ১৫ জুলাই (রোববার) তার ঘেরে মাছ ছাড়তে গেলে জমির মালিক সহ ১০-১২ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আনোয়ার হোসেনের উপর হামলা চালায়ি বেধরক মারপিট করে। বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় আনোয়ার হোসেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ।
উল্লেখ এর আগে গত ৭ই জুলাই সকাল ১০ টার দিকে ঘেরের পাড় মেরামত করতে গেলে জমির মালিক মোমিন ও তার দুই ছেলেরা হঠাৎ দেশী ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালমন্দ করে। এবিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিলে থানা থেকে বিষয়টি নিরসন করে তাকে মাছ চাষের কায্রক্রম চালিয়ে যেতে বলেন।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইননুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।