আশাশুনিতে সিঁদ কেটে চুরি ॥ বাধা দেওয়ায় হত্যার হুমকি
আশাশুনি উপজেলার বুড়িয়া গ্রামে রাতের আঁধারে ঘরের সিঁদ কেটে চুরির সময় জানতে পারলে চোরেরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বুড়িয়া গ্রামের মৃত কেনা শেখের পুত্র হারুন শেখ কর্তৃক থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে প্রকাশ, তাদের সাথে একই গ্রামের মালেক সরদার, আওলাত সরদার, বাদশা ও জেলপাতুয়া গ্রামের মঙ্গল ঢালীর ডিসিআর এর জমি নিয়ে গোলযোগ চলে আসছে। গত ১৪ জুলাই রাতে হারুন শেখ তার স্ত্রী সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে পড়লে প্রতিপক্ষ ঘরের দরজার নিচ থেকে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার মূল্য দেড় লক্ষ টাকা, গরু বিক্রীত, ব্যাংক থেকে উত্তোলিত ও কিস্তি উত্তোলিত নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, তাদের বিরুদ্ধে থানায় দায়েরকৃত জিডির কপি ও সম্পত্তির কাগজপত্র চুরি করে নেয়। শব্দ শুনতে পেয়ে তাদের ঘুম ভেঙ্গে গেলে কে কে বলে জানতে চাইলে তারা কথা না বলতে বলে এবং দা, শাবল নিয়ে হত্যার হুমকি দেয়। তারা চিৎকার করে উঠলে পাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়। তারা তাদের কথা ও টর্চ লাইটের আলোয় ও সাক্ষীরা টর্চ লাইটের আলোয় তাদেরকে চিনতে পারে ও দেখতে পায়। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।