আশাশুনিতে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক আসামীকে গ্রেফতার করেছে। এসআই নয়ন চৌধুরী ও এএসআই মাহবুব অভিযান চালিয়ে মামলা নং ৪(৭)১৮ এর আসামী বুধহাটা গ্রামের সব্দাল সরদার ওরফে সভা সরদারের ছেলে বকুলকে গ্রেফতার করেন। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: