সাতক্ষীরায় জাতীয় অন্ধ সংস্থার ভুয়া কমিটির অবৈধভাবে অর্থ ও চাউল উত্তোলন
জাতীয় অন্ধ সংস্থার সাতক্ষীরা জেলা শাখার নামে চাউল আত্মসাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ১৫ জুলাই সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করেন, জাতীয় অন্ধ সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ৬ এপ্রিল জাতীয় অন্ধ সংস্থা সাতক্ষীরা জেলা শাখা আবুল কালামের নেতৃত্বে প্রতিবন্ধীদের সহযোগিতায় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংস্থাটি জেলার অন্ধদের নিয়ে দীর্ঘদিন সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ১৯৯৭ সালে তৎকালীন জেলা প্রশাসক সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল অন্ধদের পুঁজি করে ব্যবসার উদ্দেশ্যে ১৯৯৭, ২০০১,২০০৩,২০১০, ২০১৫ ও ২০১৮ সালে তারা অন্ধদের নামে বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে অর্থ আদায় করে যাচ্ছে। ইতোমধ্যে ওই চক্রটি জেলা প্রশাসকের দপ্তর থেকে ২ হাজার কেজি জি.আর চাউল উত্তোলন করে তা আত্মসাৎ করেছে। তারা বর্তমানে জাতীয় অন্ধ সংস্থার সাতক্ষীরা জেলা শাখার নামে একটি ভুয়া কমিটি তৈরি করে বিভিন্ন জায়গায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ওই ভুয়া কমিটি বাতিলের দাবি ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় অভিযোগে। (প্রেস বিজ্ঞপ্তি)