সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৪শিশুসহ ৩গৃহবধূ আটক
রোববার বেলা ১০টায় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৪শিশুসহ ৩গৃহবধূ আটক হয়েছে। বেলা ১১টায় হিজলদী বিজিবি ক্যাম্পের হাবিলদার আঃ আজিজ জানান-সীমান্তে টহল দেওয়ার সময় ভারত থেকে আসার পথে উপজেলার কেড়াগাছি সীমান্তের শিশুতলা থেকে ওই ৪ শিশুসহ ৩ গৃহবধূকে আটক করা হয়। আটককৃতরা হলো-খুলনার রূপসা থানার রামনগর গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী নাদিরা বেগম (২৬) সাথে শিশু হালিমা (৮) ও জান্নাত (৩), একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রুবি (২৫) সাথে শিশু আঃ রহিম (২), সাতক্ষীরার তালা উপজেলার কুলিয়া গ্রামের সবুজ গাজীর স্ত্রী স্বপ্না খাতুন (২৬) সাথে সিয়াম (৩)। তারা জানায়-অবৈধ ভাবে ভারতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ে। পরে তাদের বিএসএফ বাংলাদেশে ফেরত পাঠালে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের কলারোয়া থানা পুলিশে সপোর্দ করা হয়েছে ।