পাটকেলঘাটায় ইভটিজারসহ দু’আসামী গ্রেফতার
পাটকেলঘাটা থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে এক ইভটিজারসহ দু’আসামী গ্রেফতার করেছে।
সূত্রে জানা যায়, রবিবারের অভিযানে মির্জাপুর কেশা গ্রামের মতলেব সরদারের পুত্র আলমগীর সরদার (১৯) ইভটিজিং করার অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করে অপর দিকে চুরির অপরাধে শাকদহ গ্রামের মৃত এজাহার আলীর পুত্র সাইফুল ইসলাম(৩৮) কে এবং থানায় জি আর ৪/১৬ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী থানায় সরুলিয়া গ্রামের ইদ্রিস সরদারের পুত্র শহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। ইভটিজার আলমগীর কে ভ্রাম্যমান আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর দু’আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
Please follow and like us: