দেবহাটায় আইসিটি বিষয়ক প্রশিক্ষণ
দেবহাটা উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অতিদ্রুতার সাথে আদান প্রদানের লক্ষ্যে অফিস সহকারীদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে ৩দিন ব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, জায়কার সমন্বয়কারী আব্দুল সালাম। উপজেলার ৩৫জন অফিস সহকারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
Please follow and like us: