কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন
কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এ অত্যাধুনিক ভবন নির্মাণে ব্যয় হবে ১ কোটি ২০ লক্ষ টাকা। রোববার (১৫ জুলাই) বেলা ১২টায় নতুন এ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মাটি কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন কলারোয়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, খোরদো পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সিরাজ, ইউপি সচিব মনতোষ কুমার সাধু, ইউপি সদস্য মাহমুদা খাতুন, আকলিমা খাতুন, ছকিনা খাতুন, আব্দুল আলিম, আব্দুর রশিদ, কওছার আলী, আলমগীর কবীর, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, মোজাম্মেল হক, বাবুর আলী সরদার মধু, কলারোয়া উপজেলা আ.লীগের সদস্য সাংবাদিক আব্দুর রহমান, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, ঠিকাদার রফিকুল ইসলাম। দোয়া পরিচালনা করেন- মাওলানা মনিরুল ইসলাম।