সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন মোঃ আবিদার রহমান, মোঃ মফিজুর রহমান, জিএম রেজাউল করিম রেজা, মোঃ মামুনুজ্জামান মামুন, হাফিজুর রহমান হাফিজ, মোখছেদ আলী, মনিরুজ্জামান টুটুল, নাসির উদ্দীন, বাবলু হাসান, আরমান আলী, মিলন হোসেন, টুটুল, নজরুল ইসলাম, আব্দুল মালেক, শহীদুল ইসলাম, হরিপদ, আমজাদ হোসেন, রহমত আলী, ছোট বাবু, আব্দুল করিম, আনছার আলী, আব্দুল হান্নান, মহিলা নেত্রী মোছাঃ তাছলিমা খাতুন শিল্পী, শরিফা খাতুন, সুফিয়া খাতুন, রহিমা খাতুন, সালমা খাতুন, ফতেমা প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথি অধ্যক্ষ আবু আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সহ জেলা সকল খাস জমি ভূমিদস্যুদের কাছ থেকে উদ্ধার করে ভূমিহীনদের নামে বন্দোবস্ত দিতে হবে এবং ভূমিহীনদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সম্মেলনে মোঃ কওছার আলীকে সভাপতি, মোঃ আব্দুস সামাদ কে সাধারণ সম্পাদক ও এসএম রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা ভূমিহীন কমিটির নাম ঘোষণা করা হয়।