মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সদর উপজেলা তাঁতী লীগের সভাপতিকে হত্যার হুমকি
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মাদকের বিরুদ্ধে অভিযান কার্য সম্পাদন করছে তখনই তার সহযোদ্ধা সাতক্ষীরা সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি শেখ এনাম উজ্জামান নিপুণ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি পেয়েছে | সাতক্ষীরা সদর লাবসা ইউনিয়নের মাগুরায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বিরুদ্ধে প্রতিবাদ করায় জীবননাশের হুমকি দাতাদের নামে থানায় সাধারণ ডায়েরী করেছেন এনামুজ্জামান নিপ্পন।
থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের এনামুজ্জামান নিপ্পন পিতা: মো: নরুজ্জামা। তিনি সাংবাদিকতার করার কারণে বিভিন্ন সময় মাদক ব্যবসায়ী,মাদক সেবন,জামাত শিবির কর্মীদের এবং চোরাকারবারিদের নিয়ে লেখার কারণে মো: সাইদ মোড়ল পিতা: মৃত্যু কিনো মড়ল,ইমরান পিতা: খালেক মোড়লসহ আরো দুই তিন জন তাকে জীবনে মেরে ফেলার হুমকি দেয়। তিনি আরো বলেন আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মর্মে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। যার ডায়েরি নম্বর-৪৩৯।