বৈকারী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আলোচনাসভা ও আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার অন্তর্গত ৩নং বৈকারী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আলোচনাসভা ও আহবায়ক কমিটি গঠন বৈকারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শনিবার বিকাল ৫টায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট আসাদুজ্জামান অসলে। প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কওছার আলী, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর আতা। আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এড.সাঈদুজ্জামান জিকো, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটু, রফিকুল ইসলাম, রিয়াদ মাহমুদ রানা, ইনজামামুল হকসহ নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে মোঃ ইউনুস আলীকে আহবায়ক ও পবিত্র কুমারকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদত হোসেন।