বুধহাটা প্রেসক্লাবে আ’লীগ নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন
আশাশুনি উপজেলার বুধহাটায় ব্যবসায়ীর কু-কর্মের প্রতিকার ও মিথ্যাচারের বিরুদ্ধে আওয়ামীগ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি হাতেম আলি, আওয়ামী যুবলীগ নেতা এজদান, তাঁতীলীগ সাংগঠনিক সম্পাদক তুহিন ও যুবলীগ নেতা রুবেলের উপস্থিতিতে মইনুর লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, কুল্যা গ্রামের সামছুর রহমানের পুত্র জিয়ারুল জামায়াতে ইসলামির সাথে পরোক্ষ ভাবে জড়িত। বুধহাটা ইউনিয়ন পরিষদের পাশের^ জনৈক ব্যক্তির বাড়িতে এক মহিলা ভাড়াটিয়া দেহব্যবসা চালিয়ে আসছে। ইতিমধ্যে সে জেল হাজতবাস করেছে। ঘটনার দিন জিয়ারুল মহিলার সাথে অনৈতিক কর্মের অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে। জিয়ারুল তার বন্ধু রেজাউলের সাথে যোগাযোগ করলে সে তুহিন ও রুবেলকে নিয়ে তাকে উদ্ধার করতে যায় এবং তুহিন ও রুবেল খবর দিলে হাতেম আলি ও এজদান আলি সেখানে যান এবং জিয়ারুলকে উদ্ধার করেন। এসময় তারা তাকে আটকের কারণ জিজ্ঞেস করলে, জিয়ারুল অপরাধের কথা স্বীকার করে যে বক্তব্য দেয় তা ভিডিও করা হয় এবং কল রেকর্ডিংও আছে। এসময় তাকে কোন প্রকার আঘাত ও লাঞ্চিত করা বা অর্থ লেনদেনের কোন ঘটনা ঘটেনি। অথচ পরবর্তীতে সে টাকা ছিনতাইয়ের প্রতিকার চেয়ে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। বরং নিজের কুকর্ম ঢাকতে সে মিথ্যার আশ্রয় নিয়েছে উল্লেখ করে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।