বলিউডে স্বস্তিকা!
স্বস্তিকা মুখার্জি। টালিউডের জনপ্রিয়তা পরে এবার তিনি ছুটেছেন বলিডের স্বপ্ন ছুঁতে। আর তাই ‘কিজি অওর মান্নি’ শিরোনামের একটি ছবিতে বাঙালি মহিলার চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে।
পরিচালক দিবাকর বন্দোপাধ্যায়ের ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবিতে অভিনয় করার পর এটা স্বস্তিকার দ্বিতীয় হিন্দি ছবি। মাঝে ‘আরোন’ নামে একটা মারাঠি ছবিতেও কাজ করেছেন স্বস্তিকা।
‘কিজি অওর মান্নি’র মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত ও ‘ফুকরে’ খ্যাত সঞ্জনা সঙ্ঘীকে। ছবিতে সেই সঞ্জনার মায়ের চরিত্রেই অভিনয় করবেন স্বস্তিকা।
Please follow and like us: