দেবহাটায় কলেজ ছাত্রলীগের নবীন বরণ
দেবহাটা কলেজে ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ফয়জুল্লাহ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম মোড়ল, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছানউল্লাহ কল্লোল।