তালায় উকুন নাশক পান করে গৃহবধূর মৃত্যু
তালায় অঞ্জলি দাস (২০) নামের এক গৃহবধূ উকুন নাশক বিষ পান করে আত্মহত্যা করেছে।
পারিবারিক সূত্রে জানাযায়,গত শুক্রবার দুপুরে উকুন নাশক পান করে। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত অঞ্জলি দাস তালা উপজেলার ঘোনা গ্রামের শিবুপদ দাসের মেয়ে । তার সাথে খলিশখালী গ্রামের সুভাষ দাসের ছেলে মধু দাসের বিবাহ হয়। স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের প্রায় এক বছর ধরে অঞ্জলি দাস তার বাপের বাড়িতে থাকত। এ সময় সে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে । অঞ্জলি দাসের চার বছরে এক মেয়ে রয়েছে ।
এ বিষয়ে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Please follow and like us: