কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান পদোন্নতি পেয়ে খুলনায় অতিরিক্ত জেলা প্রশাসক হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার( ১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন এ্যাসোশিয়নের আমেরিকা শাখার সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হোসেন, উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর সেলিম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কুশলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মোফাখ্খারুল ইসলাম নিলু, চাম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, উপজেলা সোহরাওয়াদ্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন প্রেসক্লাবের সদস্য হাফেজ আব্দুল গফুর ও গীতা পাঠ করেন প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ইলাদেবী মল্লিক। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা বিভাগীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান-উন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানকে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার পক্ষ থেকে সম্মাননা ও বকুল ডিজিটাল সাইন এর পক্ষে ক্রেস্ট প্রদান সহ আমেরিকা প্রবাসী কালিগঞ্জের কৃতি সন্তান মোক্তার হোসেনকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ হাবিব, সিনিয়র সদস্য প্রভাষক মনিরুজ্জামান মহাসীন, জি এম সামছুর রহমান, মোঃ রবিউল ইসলাম, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, শেখ আব্দুল করিম মামুন হাসান, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ প্রেসক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।