কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা
সাতক্ষীরার কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা উদযাপন করা হয়েছে।
কলারোয়া সনাতনধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শনিবার বিকাল ৫টার দিকে শোভাযাত্রাটি কলারোয়া পৌর সদরের উত্তর মুরারীকাটি পালপাড়া থেকে যাত্রা শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুলশীডাঙ্গা গোগে মাসীর বাড়ি যায়।
শোভা যাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ’র সহধর্মিণী শিক্ষিকা নাসরীন খান লিপি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, অধ্যাপক ময়নুল হাসান।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা হরেন্দ্র নাথ রায়, সন্তোষ কুমার পাল, শিল্পী শিলা রানী হালদার, ডা: তরুণ ভট্টাচার্য প্রমুখ।
এ সময় সনাতন ধর্মাবলম্বী শত শত নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সের ভক্তরা শোভা যাত্রাই অংশ গ্রহণ করেন। বর্ণাঢ্য শোভা যাত্রায় এ বারের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো-’মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিকশিত হোক’।