কলারোয়ার নাকিলা কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় নাকিলা কমিউনিটি ক্লিনিকে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের টি এইচ ও ডাঃ কামরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এড. নাসরিন পারভীন, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন যুব উন্নয়নের সেবা নিয়োজিত ফারহানা আফরোজ ময়না, রুমানা পারভীন, নাকিলা কাউরিয়া থেকে আগত একাধিক শিশুর মা-বাবাসহ স্বাস্থ্য কর্মি কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্তরা।
সারাদেশের সাথে একযোগে কলারোয়া উপজেলায় ৬ থেকে ১১ মাসের শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এজন্য কলারোয়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য কর্মী নিয়োজিত আছে বলে জানা গেছে।