কলারোয়ার কয়লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা
কলারোয়ার কয়লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কয়লা হাইস্কুল মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও জয়নগর ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আল মাসুদ বাবু।
সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না।
প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ রেজানুজ্জামান লিটু।
অনুষ্ঠানে ইমামুল ইসলামের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কয়লা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিএম জাহাঙ্গীর হোসেন, উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মন্ময় মনির, ইউপি সদস্য আব্দুর রহিম, রবিজুদ্দীন সরদার, নজরুল ইসলাম, কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস, জয়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন মন্টু, স্বেচ্ছাসেবকলীগ নেতা নিশান বিশ্বাস, সজিব হোসেন, কাশেম আলী হিরো প্রমুখ।
সম্মেলনে ইমামুল ইসলামকে আহবায়ক এবং সেলিম হোসেন, লিটু হোসেন, জুয়েল হোসেন, নয়ন হোসেন ও রাসেল হোসেনকে যুগ্ম আহবায়ক করে ৩নং কয়লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ৩১সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।