শ্যামনগরে সুন্দরবনে চোরাই কাঠ জব্দ
আজ ১৩ জুলাই বেলা ১১টার দিকে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে কর্তন নিষিদ্ধ চোরাই সুন্দরী কাঠ জব্দ করেছেন আংটিহারা ব্রিজের নিচ থেকে এসময় কাঠ পাচার কারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার রুহুল আমিন জানান, সুন্দরবন থেকে কাঠ পাচারের খবর নিশ্চিত হয়ে ঘটনাস্থল থেকে ১০ ঘন ফুট সুন্দরী কাঠ জব্দ করে খাসিটানা বন অফিসে হস্তান্তর করা হয়।
Please follow and like us: