শ্যামনগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শ্যামনগরে ময়না খাতুন (১৮) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় রহস্যের গুঞ্জন ছড়িয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্বামীর গৃহ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। সে হরিনগর গ্রামের আলাউদ্দীন গাইনের স্ত্রী ও একই গ্রামের আমির আলী গাজীর কন্যা। স্থানীয় জনগণ আলা উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনাস্থল থেকে ফিরে পুলিশের উপ-পরিদর্শক শংকর কুমার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মরদেহের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এদিকে ময়নার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যার কারণ দাবী করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলা উদ্দিনের কথা অসংলগ্ন পুলিশ জানান। ময়নার পিতা যৌতুকের দাবীতে মেয়েকে রাতের কোন এক সময় শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে থানায় অভিযোগ জানিয়েছেন। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।